
লিয়াকত আলী বাবলুঃ জামাতে ইসলামী প্রার্থীদের প্রদত্ত হলফ নামায় কোন রদবদল হবে না ইনশাল্লাহ । আমি এবছর নির্বাচনে হলফনামা দাখিলের সময় যে পরিমাণ সম্পদের হিসাব প্রদান করব আগামীতেও একই পরিমাণ থাকবে ইনশাল্লাহ । অন্যান্য সময়ের এমপি মন্ত্রীদের মতো ১ শ গুন দুইশ গুণ সম্পদ বাড়বে না আমাদের । ৪ আগস্ট রাতে মহাদেবপুরের একটি চাইনিজ রেস্টুরেন্টে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে
৪৮ নওগাঁ-৩ ( মহাদেবপুর – বদলগাছি) আসনে জামাতে ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য (এমপি ) প্রার্থী কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য মাওলানা মোঃ মাহফুজুর রহমান এসব কথা বলেন। জামাতে ইসলামি বাংলাদেশ মহাদেবপুর উপজেলা শাখা স্থানীয় সাংবাদিকদের সাথে এই মতবিনিময় সভার আয়োজন করে। সভায় তিনি আরো বলেন, বর্তমান সময়ে দেশ নানা অনিমে ভরে গেছে তাই সাংবাদিকদের সাদাকে সাদা এবং কালোকে কালো বলতে হবে তবেই দেশ সঠিকভাবে পরিচালিত হতে পারে, অন্যথায় নয়। আমরাও যদি কোন অনিয়ম করে থাকি সেটাও আপনারা নির্দ্বিধায় তুলে ধরবেন আপনাদের লেখনীর মাধ্যমে।তাহলেই আমাদের ভুল আমরা বুঝতে পারবো এবং সঠিক পথে পরিচালিত হতে পারব। মতবিনিময় সভায় উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল আজিজ সুমন এর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নায়েবে আমির ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, মোঃ ইউসুফ আলী শোনার, শেখ সাজ্জাদুল ইসলাম বাবু, মাওলানা আরিফ উদ্দিন মোল্লা , মাওলানা আশরাফুল ইসলাম ,অধ্যাপক রফিকুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর আলম প্রমূখ। উল্লেখ্য যে , এসময়ের রাজনৈতিক প্রেক্ষাপট আইনশৃঙ্খলা ও সমাজের অবক্ষয় জুলাই আগস্ট এ বিভিন্ন সংবাদ মাধ্যমের ভূমিকা সহ নানা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের খোলামেলা উত্তর দেন জামায়াতে ইসলামীর এই প্রার্থী।


