বৃহস্পতিবার | ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে নির্বাচনী সমঝোতা বিএনপির

ধর্মভিত্তিক রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সঙ্গে নির্বাচনি সমঝোতা করেছে বিএনপি। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা।

 

এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাকী থাকা আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন।মির্জা ফখরুল জানান, জমিয়তে উলামায়ে ইসলামের সাথে নির্বাচনী সমঝোতা হয়েছে দলটির। তাদেরকে ৪টি আসন দিয়েছে বিএনপি। এর মধ্যে ব্রাক্ষণবাড়িয়া-২ থেকে জুনায়েদ আল হাবিব, সিলেট-৫ এ উবায়দুল্লাহ ফারুক, নারায়ণগঞ্জ-৪ এ মনির হোসেন কাসেমী এবং নীলফামারী-১ থেকে মঞ্জুরুল ইসলাম আফেন্দিকে মনোনায়ন দেবার সিদ্ধান্ত নেয়া হয়েছে।তিনি আরও বলেন, একটা গোষ্ঠী গণতন্ত্র উত্তরণের পথে বাধাগ্রস্থ করছে। সরকারের ব্যর্থতার কারণে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ অবনতি হয়েছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল।বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, জমিয়তের উলামায়ে ইসলামের আসনে বিএনপির প্রার্থী থাকবে না, একইভাবে ধানের শীষের প্রার্থীদের আসনে জমিয়তের প্রার্থীও থাকবে না।

রাজশাহী নিউজ টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হাইলাইটস

সাম্প্রতিক

সম্পাদক: জিয়াউল কবীর স্বপন
বার্তা সম্পাদক: মো. মেহেদী হাসান রাজ
উপদেষ্টা: আনোয়ার হোসেন উজ্জল

জিমেল: rajshahinewstv@gmail.com

Copyright © 2025 RajshahiNewsTV. All rights reserved. Developed by CITNBD