লিয়াকত আলী বাবলু: ছেলে তার বৃদ্ধ বাবা মাকে ভরণ পোষণ দিতে সব সময় বাধ্য থাকবে। কোন বৃদ্ধ পিতা মাতাকে যদি কোন পুত্র সন্তান ভরণ পোষণ না দেয় আর ওই অসহায় পিতা মাতা যদি আইনের আশ্রয় নেয় তাহলে পুত্র তার পিতা মাতাকে ভরণ পোষণ দিতে সব সময় বাধ্য থাকবে। আপনারা কোন সন্তানকে সহায় সম্পদ আগেই লিখে দিবেন না। তাহলে শেষ বয়সে ভোগান্তির শেষ থাকবে না। মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুজ্জামান প্রধান অতিথি হিসেবে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত সমাবেশে উল্লেখিত কথাগুলো বলেন।
‘একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, সযত্নে তোমায় রাখবো আগলে এই প্রতিপাদ্যকে সামনে রেখে মহাদেবপুরে পালিত হলো ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস। দিবটি পালন উপলক্ষে ৭ অক্টোবর মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা কার্যালয় ও প্রবীণ হিতৈষী সংঘের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রবীণ হিতৈষী সংঘের মহাদেবপুর উপজেলা শাখার সভাপতি প্রফেসর (অব:) আলহাজ্ব আব্দুল খালেকের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা অফিসার মো: রেজওয়ানুল হক এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রিফাত আরা, উপজেলা কৃষি কর্মকর্তা হোসাইন মোহাম্মদ এরশাদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নাজমা আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতান মাহমুদ, লক্ষীপুর ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মওলানা আব্দুর রাজ্জাক, কালুশহর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো: আব্দুর রাজ্জাক প্রমুখ। উল্লেখ্য যে, আলোচনা সভার আগে একটি র্যালি উপজেলা নির্বাহী অফিসারের অফিসের সামনে থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।