নিউজ ডেস্ক: প্রায় চার মাস ধরে চলা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের উত্তেজনার অবসান হলো আজ রাতে। একসঙ্গে ১৮টি ম্যাচ—এ যেন ইউরোপীয় ফুটবলের মহাযজ্ঞ! তবে এই রাত্রিতে ছিলো নাটকীয়তার চরম পরিণতি। আগেভাগেই শেষ ষোলো নিশ্চিত করেছিল লিভারপুল ও বার্সেলোনা। কিন্তু ফুটবলের রাজা খ্যাত রিয়াল মাদ্রিদের ভাগ্যে জুটলো হতাশা। অন্যদিকে, ম্যানসিটি দেখালো অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প!
শেষ মুহূর্তের নাটকীয়তা: টিকে গেল ম্যানসিটি
একের পর এক আক্রমণ করেও প্রথমার্ধে ব্যর্থ ম্যানসিটি। উল্টো ৪৫ মিনিটে ব্রুজের রাফায়েল ওনিয়েদিকার গোলে পিছিয়ে পড়ে পেপ গার্দিওলার দল। স্টেডিয়ামে তখন থমথমে পরিবেশ। বিদায়ের শঙ্কায় থাকা ম্যানসিটির সমর্থকদের মুখে বিষাদের ছাপ। কিন্তু দ্বিতীয়ার্ধেই বদলে যায় চিত্র!
গার্দিওলা তার বিখ্যাত কৌশল পরিবর্তন করেন। ৫৩ মিনিটে কোভাসিচের দারুণ গোলে সমতায় ফেরে সিটিজেনরা। ৬২ মিনিটে ব্রুজ আত্মঘাতী গোল করলে ম্যাচের মোড় ঘুরে যায়। এরপর ৭৭ মিনিটে বদলি হিসেবে নামা সাভিনিওর গোল ম্যানসিটিকে নিশ্চিত করে দেয় ৩-১ গোলের জয়। প্লে-অফে জায়গা পেয়ে স্বস্তির নিশ্বাস ফেললো ইংলিশ জায়ান্টরা।
রিয়ালের ভাগ্যে হতাশা, উজ্জ্বল পিএসজি
যেখানে সিটি পারলো, সেখানে পারলো না চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসের সফলতম দল রিয়াল মাদ্রিদ। জয় পেলেও শেষ ষোলোতে জায়গা হয়নি লস ব্ল্যাঙ্কোসদের। আরেকদিকে, ফরাসি জায়ান্ট পিএসজি শুরু থেকেই দেখালো দাপট। জার্মান ক্লাব স্টুটগার্টের বিপক্ষে ৬ মিনিটেই লিড নেয় বার্কোলার গোলে। এরপর পুরো শো টাইগার করলেন ওসমান ডেমবেলে—১৭, ৩৫ ও ৫৪ মিনিটে দুর্দান্ত হ্যাটট্রিক!
শেষ ষোলোতে কারা, কারা প্লে-অফে?
এই রাউন্ড শেষে লিভারপুল, বার্সেলোনা, ম্যানসিটি ও পিএসজি নিশ্চিত করেছে পরবর্তী ধাপ। তবে প্লে-অফের জন্য এখনো লড়াইয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ। ফুটবলপ্রেমীদের জন্য সামনে অপেক্ষা করছে আরও বড় উত্তেজনা!