
নিউজ ডেস্ক: চ্যাম্পিয়নস ট্রফির উত্তেজনা বাড়ছে! চলতি মাসেই শুরু হতে যাচ্ছে মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্ট, যার আয়োজক পাকিস্তান। তবে রাজনৈতিক ও নিরাপত্তাজনিত কারণে দেশটিতে খেলতে রাজি হয়নি ভারত। ফলে দুই চিরপ্রতিদ্বন্দ্বী মুখোমুখি হবে ২৩ ফেব্রুয়ারি, দুবাইয়ে।
এই হাইভোল্টেজ ম্যাচের আগে পাকিস্তান ক্রিকেট দলকে কড়া বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। শুধু শিরোপা জেতাই নয়, ভারতকে হারানোরও নির্দেশ দিয়েছেন তিনি!
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের সংস্কার কাজ শেষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “পাকিস্তান দলের সক্ষমতা রয়েছে, তারা সম্প্রতি ভালো খেলছে। কিন্তু শুধু চ্যাম্পিয়নস ট্রফি জেতা যথেষ্ট নয়, ভারতকেও হারাতে হবে! পুরো জাতি দলের পাশে আছে।”
ভারতের আপত্তি, পাকিস্তানের ছাড়:
ভারত পাকিস্তানে গিয়ে খেলতে না চাওয়ায় আয়োজনে জটিলতা তৈরি হয়। দীর্ঘ আলোচনা শেষে সমাধান আসে—পাকিস্তান দুবাইয়ে গিয়ে খেলবে, এমনকি ভারত যদি ফাইনালে ওঠে, তবে ম্যাচটি পাকিস্তানে নয়, দুবাইয়ে অনুষ্ঠিত হবে।
২৮ বছর পর বৈশ্বিক টুর্নামেন্টে পাকিস্তান:
উল্লেখ্য, ১৯৯৬ সালের পর এবারই প্রথম বৈশ্বিক কোনো টুর্নামেন্টের আয়োজন করছে পাকিস্তান। এই ঐতিহাসিক আয়োজনের সঙ্গে ভারত-পাকিস্তানের লড়াইয়ের উত্তাপ মিলিয়ে জমে উঠছে ক্রিকেট বিশ্ব!