
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামী চারঘাট উপজেলার প্রচার ও মিডিয়া বিভাগের উদ্যোগে চারঘাটের চারটি প্রেস ক্লাবের সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টা ৪৫ মিনিটে চারঘাট উপজেলা সদরের শামসুদ্দিন ইসলামী ট্রাস্ট অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আমীর মাস্টার মোঃ আবুল কালাম আজাদ। সঞ্চালনায় ছিলেন প্রচার ও মিডিয়া সম্পাদক মোঃ সুফেল রানা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও রাজশাহী-৬ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মোঃ নাজমুল হক। তিনি সাংবাদিকদের গোলাপ ফুল দিয়ে বরণ করে নেন এবং বলেন,
“সঠিক তথ্য-নির্ভর সংবাদ সমাজে ইতিবাচক পরিবর্তন আনে। মানবিক বাংলাদেশ গড়তে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, চারঘাট-বাঘা অঞ্চলের সমস্যাগুলো চিহ্নিত করে জনমানুষের কল্যাণে সংবাদকর্মীরা নিরলসভাবে কাজ করলে স্থানীয় উন্নয়ন আরও গতি পাবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোঃ কামারুজ্জামান, মোঃ শোয়েব আলী, মাওলানা মোঃ শফিকুল ইসলাম, চারঘাট উপজেলা সেক্রেটারি অধ্যাপক মোঃ আইয়ুব আলীসহ শিবিরের নেতৃবৃন্দ।
সভার উপস্থিত সাংবাদিকরা স্থানীয় সমস্যা, সংবাদ পরিবেশ ও উন্নয়ন নিয়ে মতামত তুলে ধরেন। সামগ্রিকভাবে মতবিনিময় সভাটি ছিল সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক।
















