
হৃদয় ইসলাম: রাজশাহীর চারঘাট উপজেলার ভায়ালক্ষীপুরে বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মরহুম আব্দুস সালাম ও মরহুম কামরুজ্জামান ঝড়ুর স্মরণে দোয়া মাহফিল ও কবর জিয়ারত অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টা ৩০ মিনিটে আয়োজিত এ দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনার পাশাপাশি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন—রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও রাজশাহী-৬ (চারঘাট–বাঘা) আসনে ধানের শীষের মনোনয়নপ্রাপ্ত আবু সাঈদ চাঁদ। আরও উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল, দপ্তর সম্পাদক জালাল উদ্দিন, ভায়ালক্ষীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক হাজী আমিনुल ইসলাম।
এ ছাড়া উপস্থিত ছিলেন রাজশাহী জেলার খালেদা জিয়া–তারেক রহমান মুক্তি পরিষদের সাধারণ সম্পাদক শামীম রানা সুমন, ৫, ৬, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি যথাক্রমে জিল্লুর রহমান, আব্দুস সালাম, আকবর হোসেন, ফজলুর রহমান ও আসকর আলী, সাধারণ সম্পাদক সিদ্দিক আলী, যুবদল নেতা সোহানুর রহমান আন্দোলন এবং ডাকরা ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান প্রমুখ।
দোয়া মাহফান শেষে সংক্ষিপ্ত বক্তব্যে আবু সাঈদ চাঁদ বলেন, মরহুম আব্দুস সালাম ও কামরুজ্জামান ঝড়ু ছিলেন ভালো মনের মানুষ। জীবদ্দশায় তারা সবসময় গরিব-দুঃখী মানুষের পাশে ছিলেন। তিনি আরও জানান, তাদের পরিবারের প্রতি তাঁর দৃষ্টি থাকবে এবং নির্বাচিত হলে অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাবেন।