চারঘাট প্রতিনিধি: চারঘাটে গুলি করে আতঙ্ক সৃষ্টি করে ৪টি বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মুনশাদ আলী নামের একজন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার ডাকরা বাজারের কাছে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে চারঘাট মডেল থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে হেলমেট পরে ৫-৬ জনসহ সংঘবদ্ধ প্রায় ১৫-২০ জনের একটি দল হাতে পিস্তল নিয়ে গুলি বর্ষণ করে আতঙ্ক সৃষ্টি করে। এ সময় ডাকরা বাজারের কাছে চারঘাট উপজেলার স্থানীয় আসাদুল ইসলাম আশিকের বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় দুর্বৃত্তরা। এরপর পাশের সিহাব, আলাউদ্দিন বাবু, বুলবুল ও ঝন্টুর বাড়িতেও ব্যাপক ভাঙচুর চালায়।
এ সময় মুনশাদ আলী বাধা দিলে দুর্বৃত্তরা তার মাথায় আঘাত করে। এতে তিনি আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এরপর দুর্বৃত্তরা বিএনপির দলীয় কার্যালয়েও ভাঙচুর চালায়। যখন তারা গুলি বর্ষণ করে আতঙ্ক সৃষ্টি করছিল, তখন পাশেই এলাকাবাসী দাঁড়িয়ে ছিল, তবে অস্ত্রের ভয়ে কেউ এগিয়ে আসতে পারেনি।
প্রায় আধাঘণ্টাব্যাপী তাণ্ডব চালিয়ে গুলি করতে করতে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ বিষয়ে মঙ্গলবার আহত মুনশাদের ছেলে সোহানুর রহমান থানায় লিখিত অভিযোগ করেছেন।
ওসি আফজাল হোসেন বলেন, "ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।"