
স্টাফ রিপোর্টার: রাজশাহীর চারঘাট উপজেলায় ভোটারদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গণভোট প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার সকালে উপজেলা মিলানায়তনে আয়োজিত এই সেমিনারে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশগ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আফিয়া আখতার।
প্রধান অতিথি রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম বজলুর রশীদ বলেন, “গনতন্ত্রকে শক্তিশালী করতে ভোটারদের সচেতন অংশগ্রহণ অত্যন্ত জরুরি। অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে সবাইকে ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করতে হবে। ভোট প্রদান শুধু একটি অধিকার নয়, এটি নাগরিকের দায়িত্বও।”
সেমিনারে চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল করিম মিজান, জনপ্রতিনিধি, চারঘাট মডেল থানার ওসি হেলাল উদ্দীন ফারুকী, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও কার্যকর বলে মন্তব্য করেন এবং ভোটার অংশগ্রহণমূলক গনতন্ত্র গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
সেমিনারের পর সিনিয়র কৃষি বিপনন অধিদপ্তর, রাজশাহীর আয়োজনে বেসরকারি ও সরকারি সম্প্রসারণ বিপনন সেবা এবং উপকরণ সরবরাহকারীদের একদিনের প্রশিক্ষণেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম বজলুর রশীদ। জেলা প্রশাসক আফিয়া আখতার, উপ-পরিচালক কৃষি বিপনন অধিদপ্তর শাহানা আখতার জাহান এবং সিনিয়র কৃষি বিপনন কর্মকর্তা সানোয়ার হোসেনও এতে উপস্থিত ছিলেন।