
হাজারো চিকিৎসক গড়ার পথপ্রদর্শক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক উপাধ্যক্ষ অধ্যাপক ডা. শামসুজ্জামান চৌধুরী চিরবিদায় নিয়েছেন।
১৩ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বাদ জোহর নওগাঁর পত্নীতলা উপজেলার খিরশিন গ্রামে দ্বিতীয় জানাজার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে, প্রথম জানাজা ১২ ফেব্রুয়ারি রাত ৮টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাস মসজিদে অনুষ্ঠিত হয়।
১৯৪০ সালের ৩০ মে খিরশিন গ্রামে জন্মগ্রহণ করা এই গুণী শিক্ষক অসংখ্য চিকিৎসকের পথপ্রদর্শক ছিলেন। মৃত্যুকালে তিনি দুই পুত্র, নাতি-নাতনি ও অসংখ্য ছাত্র-ছাত্রী রেখে গেছেন।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বক্ষব্যাধিতে ভুগে ১২ ফেব্রুয়ারি দুপুর ৩টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অধ্যাপক শামসুজ্জামান চৌধুরী।