
স্টাফ রিপোর্টার: রাজশাহীর বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে আলোচনা বাড়ছে। ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিএনপির প্রার্থী ডিএম জিয়াকে নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে সাধারণ ভোটার শাহ্ মোহাম্মদ সুরুজ সাংবাদিকদের বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের গণতন্ত্র ও সংবিধান সুরক্ষিত থাকবে বলে সাধারণ মানুষের বিশ্বাস। একই সঙ্গে মানুষ তাদের মৌলিক অধিকার ফিরে পাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
গোয়ালকান্দি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বকুল সরদার বলেন, দলের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করা নেতা-কর্মী ও সমর্থকদের নৈতিক দায়িত্ব। তিনি আশা করেন, সবাই ঐক্যবদ্ধভাবে দলের পক্ষে কাজ করবে।
ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ মামুন বলেন, বিএনপির রাজনীতি করতে গিয়ে অনেক নেতা-কর্মী নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন। তবে এসব প্রতিকূলতার মধ্যেও তারা রাজপথে সক্রিয় রয়েছেন এবং আসন্ন নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত করতে কাজ করছেন।
নির্বাচন প্রসঙ্গে ইউনিয়ন বিএনপির সভাপতি জহুরুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক একরামুল হক ও থানা আহ্বায়ক কমিটির সদস্য মো. ইউসুব আলী বলেন, তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা সংগঠিতভাবে কাজ করছেন এবং সাধারণ মানুষের মধ্যে সাড়া পাওয়া যাচ্ছে। তারা একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন।