
গাজীপুর প্রতিনিধি:
অপারেশন ডেভিল হান্টের তৃতীয় দিনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের আট থানায় ৬৯ জন ও জেলা পুলিশের পাঁচ থানায় ১২ জনসহ মোট ৮১ জনকে আটক করা হয়েছে।
গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার আলমগীর হোসেন জানান, টঙ্গী, গাছা, বাসন, সদরসহ আট থানায় অভিযান চালিয়ে ৬৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তিন দিনে মহানগরে মোট ১৪৮ জনকে আটক করা হয়েছে।
জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক জানান, জেলার পাঁচ থানায় অভিযান চালিয়ে ১২ জনকে আটক করা হয়েছে, যাদের বেশিরভাগই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।