শনিবার | ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়ার এমন সংকটময় পরিস্থিতি আগে কখনও হয়নি: জামায়াত আমির

খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি সংকটময়। এমন পরিস্থিতি আগে কখনও হয়নি বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান।

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার দেখতে যান তিনি। এরপর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

জামায়াত আমির বলেন, খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তার ডায়ালাইসিস চলছে। ডিপ সিচুয়েশনে আছেন তিনি। দোয়া করি তিনি যেন সুস্থ হয়ে ফিরে আসবেন। তার পরিবারকে ধৈর্য ধারণের জন্য দোয়া করি।

তিনি আরও বলেন, আলাহ হাতে সবকিছু রয়েছে। তিনি জীবিতকে ধরে নিয়ে যেতে পারেন। আবার মৃতের ভেতরেও প্রাণ দিতে পারেন। উনি যেহেতু সারভাইব করছেন সেহেতু তিনি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করি। হাসপাতালের নিয়ম কারও ভাঙ্গা উচিত না। আমি মাত্র দেড় মিনিট সেখানে ছিলাম। আমি দুচোখে দেখে আসতে পেরেছি এটা আমার স্বান্তনা

রাজশাহী নিউজ টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হাইলাইটস

সাম্প্রতিক

Copyright © 2025 RajshahiNewsTV. All rights reserved. Developed by CITNBD