
মো. হৃদয় ইসলাম, স্টাফ রিপোর্টার: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হওয়ার ঘটনার তীব্র প্রতিবাদে রাজশাহীর দুর্গাপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল ৫টায় উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে উপজেলা বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিয়া চত্বরে গিয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন দুর্গাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. কামরুজ্জামান আয়নাল। ৩নং পানানগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম রবিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী জেলা বিএনপির সদস্য সাইদুর রহমান মন্টু।
প্রধান বক্তার বক্তব্যে সাইদুর রহমান মন্টু বলেন, আওয়ামী লীগ দেশ ছেড়ে পালালেও তাদের ষড়যন্ত্র থেমে নেই। তারা নানাভাবে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। শরিফ ওসমান হাদীর ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণের ঘটনাও সেই ধারাবাহিক ষড়যন্ত্রের অংশ। এটি একটি পরিকল্পিত হামলা, যার মূল উদ্দেশ্য আসন্ন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও বানচাল করা।
তিনি আরও বলেন, ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদীকে লক্ষ্য করেই এ হামলা চালানো হয়েছে। দেশের বাইরে অবস্থান করেও আওয়ামী ফ্যাসিস্ট শক্তি বাংলাদেশকে অশান্ত করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তবে দুর্গাপুর উপজেলা বিএনপি আজ প্রমাণ করেছে—যেকোনো অন্যায়, অবিচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি ঐক্যবদ্ধ ও রাজপথে সোচ্চার।
সমাবেশ থেকে অবিলম্বে হত্যাচেষ্টার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের জোর দাবি জানানো হয়।
প্রতিবাদ সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য মো. জার্জিস হোসেন সোহেল ও মো. গোলাম মর্তুজা,পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম আজম, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব মো. মাইনুল ইসলাম, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. হান্নান ইসলাম, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মো. মোহাইমেনুল হক রেন্টু, জেলা যুবদলের সদস্য মো. মাহাবুর রহমান, জেলা যুবদলের সদস্য মো. সোহেল রানা শহীদ, জেলা যুবদলের সদস্য মো. রেন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জিলহাজ্ব, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আহসান হাবিব, পৌরসভা বিএনপির সাবেক সভাপতি মো. সাইদুর রহমান এবং পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. রিমন।
এছাড়াও মো. শাহাদাত হোসেন রাজিব, বিদ্যুৎ, জীবনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী সমাবেশে অংশ নেন। সমাবেশ শেষে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবিতে স্লোগানে মুখর হয়ে ওঠে জিয়া চত্বর।
















