
আমির হামজা, স্টাফ রিপোর্টার: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর গুলিবর্ষণ ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীর চারঘাট উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
চারঘাট পৌরসভা ও চারঘাট উপজেলা বিএনপির যৌথ উদ্যোগে শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) চারঘাট উপজেলা সদরে এই কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একটি প্রতিবাদী সমাবেশে মিলিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ জাকিরুল ইসলাম বিকুল, রাজশাহী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আল-আমিন হোসেন, উপজেলা যুবদলের সাবেক নেতা মোহাম্মদ আলমগীর হোসেন, উপজেলা বিএনপির নেতা মোহাম্মদ শামীম হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর গুলিবর্ষণ একটি নৃশংস ও কাপুরুষোচিত হামলা। অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
তারা আরও বলেন, মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক আন্দোলন দমন করতে সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দেশে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসনের কার্যকর ভূমিকার আহ্বান জানান বক্তারা।
সমাবেশে বক্তারা আরও উল্লেখ করেন, আগামী ২৫ ডিসেম্বর ২০২৫ তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের মাটিতে পা রাখবেন বলে তারা প্রত্যাশা করেন এবং সেই লক্ষ্যে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
বিক্ষোভ মিছিল ও সমাবেশ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।