
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির উপর গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে রাজশাহীর পুঠিয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলের নেতৃত্বে তার নির্বাচনী দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহনে মিছিলটি উপজেলা সদরের ঢাকা-রাজশাহী মহাসড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশ মিলিত হয়।সেখানে বক্তব্যে রাখেন, রাজশাহী- ৫ ‘পুঠিয়া-দূর্গাপুর’ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।তিনি বলেন, ওসমান হাদীর ওপর নির্মমভাবে গুলি চালানো হয়েছে। আমাদের সকলের প্রিয় জুলাই যোদ্ধা ওসমান হাদী এখন জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। ওসমান হাদীর ওপর যারা এই বর্বরোচিত হামলা চালিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
তিনি আরও বলেন, যারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।সময় অন্যান্য বক্তারা বলেন, ‘দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হওয়ার পরিবেশ তৈরি হয়েছে। এই নির্বাচনের বিরুদ্ধে যারা চক্রান্ত করছে, অন্তর্বর্তীকালীন সরকার ও প্রশাসন অবিলম্বে এই চক্রান্ত ও ষড়যন্ত্রকারীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসবে বলে আমরা মনে করি। সরকার ব্যর্থ হলে বিএনপির সকল স্তরের নেতাকর্মীরা সেই সন্ত্রাসীকে অবিলম্বে প্রতিহত করবে।সময় সকল নেতাকর্মীকে সজাগ ও সচেতন থাকার আহ্বান জানিয়ে বক্তারা আরও বলেন, এই ফ্যাসিষ্ট ও গুপ্তবাহিনী যেকোনো সময় বাংলাদেশের যে কোন স্থানে যেকোনো ঘটনা ঘটাতে পারে। এজন্য আমাদের দলের সকল নেতাকর্মীকে সজাগ থাকতে হবে। সজাগ দৃষ্টি রাখতে হবে যাতে কেউ কোনো রকম অপকর্ম করে পালিয়ে যেতে না পারে।এতে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল, শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।এসময় বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আবু বকর ছিদ্দিক রাজন, রাজশাহী জেলা জাসাসের আহবায়ক ও এপিপি মুন্সী আবুল কালাম আজাদ, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আনোয়ারুল ইসলাম জুশ্মা, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান আবু হায়াত, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জুলফিকার রহমান ভুট্টুো, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রাকিব, পুঠিয়া পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র আসাদুল ইসলাম আসাদ, সাবেক সাধারণ সম্পাদক ও দলিল লেখক সমিতি সাধারণ সম্পাদক বাবুল আক্তার, পুঠিয়া পৌর বিএনপির সভাপতি বজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক আলাল হোসেন, বানেশ্বর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওয়াসিম আলী, উপজেলা কৃষকদলের সভাপতি রিপন রেজাসহ বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে, পুঠিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল
















