বৃহস্পতিবার | ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

আসন্ন রাকসু নির্বাচনকে সুষ্ঠ করতে রাবির আইন-শৃঙ্খলা সভায় পুলিশ কমিশনার’র প্রত্যয়

জিয়াউল কবীর, (রাজশাহী):

রাকসু নির্বাচনকে সুষ্ঠ ও কাংখিত করতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকীব’ সভাপতিত্বে আজ সোমবার বিকেলে রাবি মিলনায়তনে আয়োজিত সভায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় পুলিশ কমিশনার বলেন, “রাকসু নির্বাচন একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক অনুশীলন। নির্বাচন যেন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়, সেই লক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের অধীনে পুলিশ মূল দায়িত্ব পালন করবে এবং র‍্যাব ও বিজিবি সহযোগী হিসেবে দায়িত্বে থাকবে।” তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারগুলোসহ অভ্যন্তরে সিসি ক্যামেরা স্থাপনের জন্য অনুরোধ করেন। পুলিশের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি সদস্যরাও দায়িত্ব পালন করবেন। নির্বাচনী সরঞ্জাম আনা-নেওয়ার জন্য বিশেষ নিরাপত্তা টিম কাজ করবে। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ও বাইরে পুলিশের টহল টিম, র‍্যাব এবং বিজিবি সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।”

পুলিশ কমিশনার মহোদয় আরো জানান, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। তিনি উপাচার্য মহোদয়কে নির্বাচন উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রতিটি পদক্ষেপে শিক্ষক সমন্বয়কারী রাখার অনুরোধ জানান। এছাড়া, গুজব প্রতিরোধে আরএমপির সাইবার ক্রাইম ইউনিট প্রস্তুত রয়েছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে একটি সোশ্যাল মিডিয়া মনিটরিং টিম গঠনের পরামর্শ দেন।

তিনি আরও বলেন, “হল তল্লাশির পর বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে হল প্রশাসনের পাশাপাশি আরএমপি সতর্ক অবস্থানে থাকবে। যাতায়াত নির্বিঘ্ন রাখতে বিশেষ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় রাকসু নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।”

সভা শেষে পুলিশ কমিশনার মহোদয় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং পরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন।

রাজশাহী নিউজ টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হাইলাইটস

সাম্প্রতিক

সম্পাদক: জিয়াউল কবীর স্বপন
বার্তা সম্পাদক: মো. মেহেদী হাসান রাজ
উপদেষ্টা: আনোয়ার হোসেন উজ্জল

জিমেল: rajshahinewstv@gmail.com

Copyright © 2025 RajshahiNewsTV. All rights reserved. Developed by CITNBD