
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বিতর্কিত উপদেষ্টাদের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “মাত্রাতিরিক্ত সুশীলগিরি করবেন না, আমাদের মোকাবিলা করা এত সহজ হবে না।”
মঙ্গলবার রাতে রাজশাহীতে এক গণসমাবেশে তিনি বলেন, “আমরা ২০১৩ থেকে ২০২১ পর্যন্ত রাজপথে রক্ত ঢেলেছি। ইসলাম নিয়েই এ দেশে বাঁচবো, ইসলামের ঝান্ডা উঁচু করেই বাঁচবো।”
শেখ হাসিনা ও তসলিমা নাসরিনকে একসূত্রে গাঁথা দাবি করে তিনি বলেন, “যৌথ প্রযোজনায় দেশকে বিশৃঙ্খলার দিকে ঠেলে দেওয়া হচ্ছে, যা আমরা রুখে দেব।”
তিনি আরও বলেন, “৭১-এর চেতনা মুক্তির, আর ৭২-এর চেতনা গোলামির। আওয়ামী লীগকে রাজনীতি করতে হলে দলীয় নাম পরিবর্তন করে মাফ চাইতে হবে।”
সভায় খেলাফত মজলিসের শীর্ষ নেতারা সরকার ও উপদেষ্টা মাহফুজ আলমের বিভিন্ন বক্তব্যের সমালোচনা করেন।