স্টাফ রিপোর্টার:
রাজশাহীতে সমতলের ১৬টি আদিবাসী সংগঠনের উদ্যোগে সাংবিধানিক স্বীকৃতির দাবিতে এক ঐক্য সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) ডাসকো ফাউন্ডেশন হলরুমে এ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আদিবাসী ইউনিয়নের কেন্দ্রীয় নেত্রী রেবেকা সরেন।
সভায় আদিবাসী অ্যাক্টিভিস্ট প্রদীপ মার্ডীর সঞ্চালনায় বক্তারা আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি এবং পৃথক ভূমি কমিশন গঠনের দাবি জানান। জাতীয় আদিবাসী পরিষদের নেতা সুবাস চন্দ্র হেমব্রম বলেন, “আমাদের অধিকার আদায়ে আন্দোলন আরও জোরদার করতে হবে।”
সভায় আদিবাসী মুক্তি মোর্চা, জাতীয় আদিবাসী পরিষদ, আদিবাসী ছাত্র পরিষদসহ ১৬টি সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। তাঁরা ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে স্বীকৃতি আদায়ের অঙ্গীকার করেন।