
আমির হামজা: ২৮ অক্টোবর সাম্প্রতিক আওয়ামী লীগের নৃশংস হ ত্যাকাণ্ডের প্রতিবাদে পুঠিয়া উপজেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আমীর মাওলানা মন্জুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরুজ্জামান লিটন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আহমদূল্লাহ, রাজশাহী জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য হাফেজ হাফিজুর রহমান, উপজেলা নায়েবে আমীর মাওলানা শহীদুল ইসলাম, এবং সেক্রেটারী জেনারেল মুনসুর রহমান মুন্টু।
এছাড়াও বিভিন্ন ইউনিয়নের আমীরগণ ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দেশের চলমান অন্যায়, নিপীড়ন ও হত্যার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হতে হবে। তারা শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সমাবেশ শেষে উপস্থিত নেতাকর্মীরা দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।