সোমবার | ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

অবশেষে মহাদেবপুরে সাংবাদিক নির্যাতনকারী কনক মুহুরী জেল হাজতে

লিয়াকত আলী বাবলুঃ অবশেষে মহাদেবপুরে সাংবাদিক নির্যাতনকারী দলিল লেখক সমিতির সহ-সভাপতি কনক মুহুরী জেল হাজতে। ডিবিসি টেলিভিশনের নওগাঁ জেলা প্রতিনিধি একে সাজুর উপর হামলাকারী প্রধান আসামী মহাদেবপুর সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির সহ-সভাপতি কনক ১০ সেপ্টেম্বর বুধবার নওগাঁ কোর্টে জামিন নিতে গেলে আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। বুধবার দুপুরে মহাদেপুর আমলী আদালতের বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো তারেক আজিজ জামিন আবেদন খারিজ করে কনক সহ সাংবাদিকের উপর হামলাকারী অপর আসামি মোকাব্বের হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে কোর্ট পুলিশ পরিদর্শক হাদিউল ইসলাম জানান, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার দায়ে মহাদেবপুর থানায় সাব রেজিস্ট্রি অফিসের বিভিন্ন সেক্টরের ১০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছিল। উক্ত মামলার এজাহার ভুক্ত আসামিদের মধ্যে আজ দুইজন আসামী আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারক ১ নং আসামি কনক ও ৮ নং আসামি মোকাব্বেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে এই মামলায় আরো দুইজন আসামির জামিন নামঞ্জুর করে আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণ করেছেন।

গত ২৭ আগস্ট বিকেল পাঁচটায় ডিবিসি টেলিভিশনের নওগাঁ জেলা প্রতিনিধি এ কে সাজু মহাদেবপুর সাব রেজিস্ট্রি অফিসের অনিয়ম দুর্নীতির সংবাদ সংগ্রহে গেলে সাজুকে তার ইচ্ছার বিরুদ্ধে তুলে নিয়ে গিয়ে নির্যাতন করা হয়। এ ঘটনা সাংবাদিক এ কে সাজু বাদী হয়ে মহাদেবপুর থানায় ১০ জনের নাম উল্লেখ সহ কয়েকজন অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করেন। ভুক্তভোগী সাংবাদিক সহ অন্যান্য ক্ষুব্ধ সাংবাদিকরা অভিযোগ করে বলেন , রহস্যজনক কারণে দীর্ঘদিন যাবত কেন আসামিদের আটক করা হচ্চে না, তা আমাদের জবাব দিতে এবং আসামিদের দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া লাগবে

রাজশাহী নিউজ টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হাইলাইটস

সাম্প্রতিক

Copyright © 2025 RajshahiNewsTV. All rights reserved. Developed by CITNBD